মস্তিষ্কের শিরায় শিরায় সত্তার প্রতিচ্ছবি
পরস্বাপহরণ করা সম্ভব
খোলা মন ভয়ঙ্কর সম্ভার
শুষে নিয়ে করে আপনার

টেনে নিয়ে সত্তা করে দেয় নিঃস্ব
বদ্ধ আত্মস্থল
বোকা পৃথিবী মনুষ্য
সাবকনশাস মনোবল

আবেগ সত্তা টেলিপ্যাথি এক
তুমি আমি, আমি তুমি, পরতের ভেদ
নেই নেই নেই, শেষ আবেশ
রহস্য অভেদ!

শাহজাহান ,মমতাজ, তাজমহল
আর ভিত্তির গুপ্তদরজা
আর 19 শতক, ভবিষ্যৎ, বর্তমান
আপেক্ষিকতার বিস্তার
সব এক তার

দেব না ব্যাখা
দেব না ভাব
লুকোনো থাক
কিছু সংবাদ!