এক প্রচন্ড রকমের একাকীত্ব চাই
একাকীত্বে খাঁ খাঁ করবে শ্বাস
মিডিয়া কমেন্ট থেকে মুক্তি চাই
নিঃস্তব্ধে খাব অভিশাপ

বিশ্বাস উঠবে আবারও
জমাট শিরায় নষ্ট রক্তের পুকুর
খাল বিল কোমলতাও ধূ ধূ
মনগুলো সব নষ্ট কুকুর

অতঃপর জন্ম নেয় চরিত্রহীন প্রজাতি
নিষ্পাপ শিশুত্বের কাঁধে

#writerrafianoorpurbita
©Rafia Noor Purbita