বয়ফ্রেন্ডের বিয়া
লাল শেরওয়ানী দিয়া
রান্না হবে মোরগ পোলাও
দাওয়াত দিল গিয়া।
হলুদ দিয়ে গোসল কর
মেকাপ দিয়ে সাজ
টুকটুকে লাল বয়ফ্রেন্ডটা
হইবে এবার ভালো।
বয়ফ্রেন্ডের স্বভাব খারাপ
দশটা লাগে হায়
পথ ভুলে যায় প্লেবয়টা
ডাক্তার খানায় যায়।
ডাক্তার দিল বিয়ের ঔষুধ
ঔষুধ কোথা নাই
ঔষধ কোথা ঔষধ কোথা
ঔষধ ভালো চাই।
13 মিটার সামনে গিয়ে 14° দক্ষিণ
ঘটক ফার্মেসী মামুন ভাই
হইসে আব্বে শৌখিন।
বয়ফ্রেন্ড যায় হেলেদুলে
বাঁচাও মামুন ভাই
ঔষধ ছাড়া আমার গো ভাই
কোনো রক্ষা নাই!
কিগো মিয়া মাথায় পোকা?
মাথা আমার খাও
24 বছর পড়ার সময়
ঔষধ কিল্লাই চাও?
পড়ায় আমি ডাব্বা গাব্বা
নাইতো নৈতিকতা
একের পর আরেক দৌড়ায়
জীবন ন্যাতা প্যাতা.....
বাকি অংশ পড়ে দিব ইনশাআল্লাহ.....