#writerrafianoorpurbita
© Rafia Noor Purbita
সোনালী ,বিকেল হয়েছে দেখনি?
নীল শাড়ির পুঁতিগুলো ঝকমক করে চকচক
সোনালী ,এখনও কি ওঠনি?
তুমি আমি কোক খাব ঢকঢক
সোনালী ,কোথায় তুমি?
আয়নার পারে কি দাঁড়াবে না?
এলো বাসন স্নান করে গরম রোদে
সোনালী ,আজ কি জল দেবে না?
কংস মামা কেমন করে মারল তারে হায়
কেমন করে তার কারণে দেবীত্ব আজ যায়!