মন রে তুই কাঁদিস না আর একলা নদীর পাড়ে যে
চোখের কালি লুকোস না আর সস্তা হাসির ভাড়েতে
রৌদ্র উঠুক মেঘের কোলে, বৃষ্টি হাপায় না মরে
হাঁসফাঁস বন্ধ দমে ঠুনকো হাওয়া না আসে
কাউকে ভেবে ভুল করো না, মুচকি হাসির মায়াতে
শিশির জ্বলে ঘুম ভেঙো না ,লজ্জা মাখা ভোরেতে
বৃক্ষ দাঁড়াক ,দাঁড়াক না আজ, পাহাড় হলো বৃক্ষ যে
নতুন শুরু ধার ধারে না ,ছুটছে পাখি ঘরে ছেড়ে
আসুক তুফান,নিভুক বাতি,প্রদীপগুলো শূন্যসবি
ভোর না আসুক,বৃদ্ধ কাশুক,ছিন্ন মালা সবাই পরূক
ঘর না হলো, এলোমেলো ,ভিন্ন চোখে দৃষ্টি কালো
কালো কালো ভীষণ ভালো, অভিনয়ের ডঙ্কা এলো
নাচুক ঘুঙুর , ঢাল তলোয়ার,মরছে মরূক সব পশু আর
ঘুরছে ঘুরুক বনবনাবন, মুক্তি না হোক ,পিষ্ট জীবন
অসুখ আসুক সুখের নামে
চাইছি ব্যথা বেনামে.....