#writerrafianoorpurbita
চোখদুটো আসছে বুজে
অন্য জগৎ যায়,
কথাগুলো বিধছে কানে
শুনতে না মন চায়।
আপন নামের কলঙ্ক সব
আপন যন্ত্রণা,
কুঁড়ে কুঁড়ে খাচ্ছে মগজ
তৃপ্তি তো হয় না।
পদ্য হাসায় পদ্য কাঁদায়
লিখব কিছুক্ষণ,
ঘুমিয়ে যাব একটু বাদেই
ব্যথা অণুক্ষণ।