মন আছে, মন নেই
গুম গুম গুম,
দেহ আছে, প্রাণ নেই
শূণ্য দুপুর!



ঘর ভাঙা পাখি,ঠিকানা কি পাও?
বিশ্বাস অবিশ্বাস ,হিসেব মেলাও?
ঘর ভাঙা পাখি,তাঁকে খুঁজে পাও?

জানো ঘুম আসে খুব ,জড়িয়ে অবুঝ
এই মন অকারণ ,বেহিসেব সবুর
অপেক্ষা অভিসার, কেনা বেচা খুব

কালো চোখ, নীল চোখ ,সাদা আর লাল
টাই পরে, বুট পড়ে ,কত রঙ তার
এক মনে নেই ঠাই ,হাজার আচড়
মন ভরে?পেট ভরে?শূণ্য দুপুর?



কবিতাটা কি মন খারাপ থেকে লিখ্লাম?
হয়ত  না
হয়ত এক ফোঁটা ক্ষণিকের জল থেকে লিখলাম
যাতে তিল পরিমাণ পাপ নেই
তাই সব মুক্তো হয়ে গেল।
শুনেছিলাম পরীদের চোখের জল পৃথিবীর মাটিতে পড়লে মুক্তো হয়ে যায়
আমি কি তাহলে পরী?