তুমি অন্য তুমি অন্য
তুমি অন্য কারো কোলে
তোমার ভালোবাসার ঠোঁটে
মিথ্যে সোহাগ জ্বলে
হৃদয় ছিল না কোনো গল্পকথা
মুছে যাবে না কোনো শুকনো পাতা
ছায়াঢাকা রৌদ্র হবে না মলিন শুধু
ফুরোবে সময় কিছু তিক্ত ব্যথা
তুমি অন্য তুমি অন্য
তুমি অন্য কারো কোলে
তোমার ভালোবাসার ঠোঁটে
মিথ্যে সোহাগ জ্বলে
তুমি জড়াও দেখা করে অন্যের সাথে
তুমি ঘুমাও কত সত মেয়ের কোলে
তুমি ভালো তুমি ভালো মুখোশ সেজে
তুমি অন্য তুমি অন্য
তুমি অন্য কারো কোলে..................
Writting time:8:13,6/3/2022
Writting place:My table