অনুভূতির শহরে আবদ্ধ আমরা
ধরাবাঁধা কিছু নিয়মে
বছর বছর মিথ্যে সময়
ভাঙা কাঁচের খেয়ালে

বেহুঁশ বেলায় দিন কাটে না
পাতাগুলো নড়বড়ে
ঝড়ে অবেলা শুকনো মালা
হাঁড়িগুলো সব ফ্যাঁকাশে

এক কোণে পড়ে মাটির পুতুল
মেয়েটি যে আর নাই
ভেঙে যায় ঘর সংসার সব
তোমার ছলনায়