আমি তোমার চোখ দেখেছি
চোখ না হলেও মুখ চেখেছি,
খুব ভোরেতে ঘুম দেখেছি
ঘুম না হলেও প্রেম দেখেছি।
রাত বিরেতে তোমার মাথা
ভাবছে বসে আমার কথা,
ফুলগুলো সব তাজা পাতা
অলীক দেশের স্বপ্ন কথা।
তোমার লালে ,তোমার নীলে
ভাবনাগুলোর বাঁকের ফাঁকে
প্রাণ শুষে যাই টের না পেলে,
টের পেয়ে যাও সময় খেয়ে।
তোমার ভাবে ,তোমার রবে
মগজ বুঝে তোমার কথা
সবুর কর ,সব হারিয়ে
হবেই তুমি নিঃস্ব ফাঁপা ।