সাদা পাতা কলমের কালি
খরখরখর শুকনো
সাদা পর্দার চিলতে আলো
চুল পাকা সব বৃদ্ধ
ঘুম ঘুম ভাব, শুধু অবসাদ,ফুরানো সময় গেল
দম গেলে বাঁচি, অপেক্ষা আর আশাগুলো এলোমেলো
তোমার শিয়রে চল্লিশ বছর ঠেকেছি গোপনে মাথা
প্রতিশোধ আর রাগের জ্বলনে দেইনি কভু তো ব্যথা
আজ তুমি প্রিয়া চুলপাকা বুড়ি , বুড়িয়ে শরীর কালো
ভাবো কি আমায় কোন সন্ধ্যায়, নাকি আজ তাও গেল
তুমি প্রিয়া কর শরীর দান, আমি তো করেছি মন
আজও এ গাঁথা তোমার প্রিয়া,তোমারে করিনি পণ