©Rafia Noor Purbita

জীবন থমকায়,থমকায় কবিতা
তোমার আঘাত, আমি মৃতা
বাতাস আসে, আসে হাওয়া
শুধু কাঁদে ,একলা অপেক্ষা !


তুমি আস ,কেন হাঁস
কল্পনায় কল্পনায়,
ভালোবাস‌ ,কেন বাস??
মিথ্যো মায়ায়!

এই রাত ,এই দিন
কাঁদে ভাবনায়,
কথায়, প্রতিজ্ঞায়
স্মৃতিরা কাঁদায়।

রোজ রাতে চাঁদ আসে,
কেঁদে বলে, মায়া দিয়ে,
তুমি আসবে ,এই কোলে
আমাকেই ভালোবেসে !