প্রতি রাতে ঘুমাই
তোমায় ভেবে,তোমার ছায়ায়
ছায়া ভেবে জড়িয়ে ধরে
যাই  ছাড়িয়ে আকাশ পাতাল

ছায়ায়  হাসায় ছায়ায় কাঁদায়
ছায়া তো আর নাই
ছায়ার মাঝে বিলীন যে মন
জীবন মানে তাই

ছায়ার কোলে ঘুমিয়ে যাওয়া
কষ্ট যখন লাগে
ছায়ার ছায়ায় জীবিত থাকা
সত্য অনুভবে .........