#writerrafianoorpurbita



চালের গুঁড়োয় করমচা
পানসে টকে তা না না
মিষ্টি হাতের আদরটা
আম্মু তোমার বাঁদড়টা

লাফিয়ে চলি এ ডাল ও ডাল
একাল ওকাল তোমার সকাল
ঝুলছি ডালে মাচার নিচে
মায়ের ঘ্রাণের বাতাস নিয়ে

আসবে সময় বুড়িয়ে যাবে
আম্মু আমার ছোট্ট হবে
কার কোলেতে থাকব আমি🥺
একটা ছেলে আসবে নাকি?🙈