সকাল বেলার মিষ্টি রোদে
          চায়ের কাপের গরমটাতে,
একটা ছেলে ফোনের স্ক্রিনে
             আনচান মন উঠছে কেঁপে।


ঘুমভাঙা ভোর ভীষণ ভোরে
                কাব্য লিখি ছুতোর খুঁজে,
এই মোটুটা পেটুক ব্যাটা
                    তাকধিনাধিন লিখছি কথা।

মুচকি হাসি বাচ্চামতো
                   গালের টোলে সোহাগ কত,
                  দাঁতগুলো সব শিশির রোদে
                                    সবুজ ডাঙায় ঘর বেঁধেছে।

মেয়েচুলের মিষ্টি হাসি
        এই যে ছেলে ভাববে নাকি,
                       হাত বাড়িয়ে ডাকবে নাকি??


ছাইরঙা রঙ কৃষ্ণকালো
           খুব সাধারণ এলোমেলো,
                      হরিণ-চোখী মন জুড়ালো
                          ‌ ‌‌ আচ্ছা তুমি সত্যি ভালো??