ভেঙে দাও সব ব্যবধি
তূণে দাও কষ্ট সবই
মরুক পাখি, বিধুক শূলে
কান্না জুড়াক আর্তনাদে।
আসে আজ আসুক ওরা
জরায়ু সব মরায় পড়া,
গর্ভে হোক বন্ধ্যা তারা
ভেঙে দিক বিধির খেলা।
আসে ঐ সব অপমান
গিলে খা ,মান সম্মান
আগুনে সব ঢেলে দে
ভেঙে দে, শিকল পাঠান।