আকাশ থেকে উপচে পড়ে
      ‌‌ শুকনো পাতার বৃষ্টি
বসন্তে ঝড় হলে সে
         সবুজ পাতার দৃষ্টি

রঙগুলো‌ মোর করছে কেমন
              একলা একা খেলা
হঠাৎ কোলে কড়ই ফুলের
             কেমন কেমন মেলা


আকাশটা বড্ড নীলে
    নীল যে হয়ে আছে
রোজ বিকেলে নীল শাড়িতে
     মেঘলা আকাশ দেখে
রাগ করেছ রাগ করেছ মেঘের মেয়ে নাকি?
           খোঁপায় দেব তারার মালা
                  বেণীতে টুকিটাকি

বসবে তুমি রোজ বিকেলে
          খোলা হাওয়ার পারে
আমি এসে সাজিয়ে দেব
           গোলাপ ,চাঁপা হয়ে....