সবুজ -সাদা ,সবুজ- লাল
মিশে মিশে বিক্ষত
রক্ত রঙে যন্ত্রণা তাই
লালেই প্রিয়া ক্ষত??
সাদায় প্রিয়, সাদা তাকে
পাপ ধুয়ে শুভাবাস,
ভিন্ন সত্তা, ভিন্ন সীমানা
ছলেই কি তোর বাস???
মিথ্যো ছল, মিথ্যো কথা
বিশ্বাসঘাতকতা,
মিথ্যোবাদী পাপিষ্ঠ তুই
ঘৃণায় জাগে ব্যথা!
ব্যথায় ব্যথায় প্রিয়া পাখি তুমি
হৃদয় থেকে ছিন্ন
ব্যথায় ব্যথায় প্রিয়া পাখি তুমি
আবেগে মরেই ধন্য ......!
কালোর কালো কৃষ্ণকালোয়
মায়ায় জড়ানো চোখ,
মিথ্যো হাসি আবেগের ভাষা
মিথ্যো সুখভোগ।
তবুও জাগে মিথ্যো না হয়
হোক না পরীক্ষা,
ফিরে এসো প্রিয়ো অবাক বিবাগী
মোক্ষ যন্ত্রণা ।।
তবুও কোনো ক্ষণিকের বিশ্বাস মায়াজালে,
ফিরে এসো প্রিয়, বল না শুধুই মিথ্যো পরীক্ষা!!
ভালোবাসা নয় তেতো
বিশ্বাসে প্রিয়া জেতো!!!