কথার ছোঁয়ায় আলতো স্পর্শে
                       একরাশ মুগ্ধতা
গোলাপের মন অবুঝ বলে
                         শতরাত জুড়ে আশা
দৃষ্টিকালে মায়া কেড়েছে
                     চন্দ্রনীড়ের মায়া

নোনা জলে বসে তুমি আমি আর
       অদ্ভূত ভালোবাসা