গতকাল দেখেছিনু মোবাইলের স্ক্রিনে
ইউটিউব খুলেছিনু খুব সাদা ভোরে।
খুলে দেখি বুয়েটের ,নামে কেলেঙ্কারি
মেধাবী ছেলেরা করে ,নারী হয়রানি।
প্রোগ্রামার নাকি সে ,CSE তে পড়ে
মেসেজে ছবি দিয়ে ,নোংরামি করে।
কখনো মুখ হা ,কখনো বা ঠোঁট
ইঙ্গিতে কামরোগ ,পশুত্বের ছোপ।
সঙ্গে ছিল আরো দুই, দুই সহযোগী
মেসেঞ্জারে গ্রূপ খুলে, শয়তানি বাড়াবাড়ি।
মেয়ে পটাতে তারা ওস্তাদ খুব
মেয়ে নাকি মহীয়সী ,মানেনি ওসব।
সহযোগী দুইজন পশুরে বলে
ঠিকঠাক লেগে থাক ,শরীর দেবে দেবে।
অতএব রিজেক্টেড ব্যর্থতার গ্লানি,
কেলেঙ্কারি জুটে গেল ,করি নারী হয়রানি।
বাংলাদেশ ,স্বাধীনতা ,গেল রসাতলে
ব্লু ফিল্মের নীল চোখে ,শিশু বড় হবে।
ভার্চুয়াল রিয়েলিটি মনুষ্যত্ব খাবে,
আবেগ,বিবেক পচাগলা হবে।
তৈরি হবে অতিবড় প্রোগ্রামার হ্যাকার,
অতঃপর কর্মদোষে হারাবে অধিকার।
সাগরের জোয়ার যদি ,অতি উঁচু হয়
দিনশেষে স্থান তার, পদতলে রয়।
অতিভারী বাড়াবাড়ি, বিবেকের অভাব
ধ্বংস টেনে আনে, হয় পরিণাম।
মেটাভার্স ধ্বসে দেবে, স্নায়ুর গঠন
উন্মাদ প্রজাতি হারাবে, আত্মা অণুরন।
ব্লু ফিল্মের চশমা পড়ে ,দেখে যারা পৃথিবী
বেদনাতুর পরিণাম, আফসোস ভারী!
© Rafia Noor Purbita