একফোঁটা মানসিক শান্তির হাহাকারে
ব্যধিগ্রস্ত জীবন,
সবুজ মাঠের পর বালুকাবেলাও অতৃপ্ত
খরাদগ্ধ পাহাড়ের মতো অচল।
খরাদগ্ধ ফাঁটা ভূমি, অকর্ষিত উর্বরতা
পুড়ে যাওয়া তোমার মনের সবুজ বনাচল
পোড়ে কবিতা ,পোড়ে প্রাণ ,জ্বলে খাক হয় আত্মা
ব্যাপিয়া রজনী কবরের হাওয়া ,হয়ে যায় প্রেতাত্মা।।
একফোঁটা মানসিক শান্তির হাহাকারে
ব্যধিগ্রস্ত জীবন,
আত্মীয়ের অভাব নেই
যারা জটিল জীবনকে করে আরো জটিল,
পরিবারের অভাব নেই
যার প্রতি জাগে তীব্র ঘৃণার আর্তনাদ
ভালোবাসার অভাব নেই,
জীবন থেকে উঠে যায় বিশ্বাস।
অভাব নেই নীল কেউটের ,অভাব নেই সামাজিকতার
আবেগকে করে প্রতিনিয়ত দগ্ধ
দগ্ধ , নিষ্পেষিত ,খরারূদ্ধ।
পৃথিবীর বুকে আত্মারা কাঁদে
প্রতিরাতে চেঁচায় হাজারো আর্তনাদ,
একফোঁটা মানসিক শান্তির হাহাকারে
কবিরা হয় বিবস্ত্র প্রতিবাদ।
ঘৃণা জন্মেছে ঘৃণা
পরিবার, সম্পর্কে ঘৃণা
ঘৃণা জন্মেছে ঘৃণা
তীব্র ঘৃণা।।
কলুষিত পৃথিবীতে দাঁড়িয়ে হাজারো যুগল
কলুষিত পৃথিবীতে দাঁড়িয়ে সম্পর্ক,
বাবা মায়ে প্রেম নেই ,সম্পর্কে আবেগ নেই
নেই নেই কিছু নেই ,তুমি আমি কেউ নেই
প্রেম নেই ,কিছু নেই ,নেই নেই, কেউ নেই......।।
স্বার্থান্ধ পৃথিবীতে কলুষিত তুমি আমি
স্বার্থান্ধ পৃথিবীতে আমরা কাঁদি,কাঁদি কবিরা
স্বার্থান্ধ পৃথিবীতে কাঁদি শিল্পীরা, কাঁদি কবিতারা,
স্বার্থান্ধ পৃথিবীতে কাঁদি সুরকার, গীতিকার ,চিত্রকার জয়নুলরা
স্বার্থান্ধ পৃথিবীতে কাঁদি কবিরা।
শিল্পীরা স্বার্থ বোঝে না ,বোঝে উদারতা
শিল্পীরা পয়সা বোঝে না ,বোঝে সুষমা
শিল্পীরা সমাজ বোঝে না ,বোঝে শুদ্ধতা
শিল্পীরা হীনতা বোঝে না, বোঝে মানসিকতা
শিল্পীরা জাগতিকতা বোঝে না, বোঝে মহাজাগতিকতা
বোঝে না বোঝে না বোঝে না ,শিল্পীরা বোঝে না
বোঝে না বোঝে না ,কলুষতা বোঝে না।।
তবুও হীন প্রজাতিরা
শিল্পীর সামনে এনে ফেলেছিলে B.C.S ক্যাডার ডাক্তার
দেখিয়েছিলে 5 feet 8 inch সুন্দর শরীরের লোভ!
তবুও অসুখী প্রজাতিরা
শিল্পকে করতে চেয়েছিলে রূদ্ধ
আবেগ থেকে আবেগহীনতা,
সততা থেকে অসততা,
সৌন্দর্য থেকে কলুষতা,
হীন অসুখীরা মন্দ
হবে বাকে ঠিকই রুদ্ধ
বিধাতার অভিশাপে,
হীন প্রজাতিরা হোক স্তব্ধ!
দিগ্বিদিক নিশান উড়িয়ে বিজয়গর্বে বলি,
শিল্প স্বার্থ বোঝে না ,বোঝে না শরীর
শিল্প দর বোঝে না ,শিল্প মানে সজীব,
শিল্প মানে আকাশ ছোঁয়া, পদ্ম মেঘের বাড়ি
শিল্প মানে মিষ্টি প্রেমে ,ঘুমিয়ে যাব খালি।
শিল্প মানে ফুলের কোলে ,প্রভাত রবির নাচ
শিল্প মানে মন খুলে দে ,মন জুড়িয়ে সাজ,
শিল্প মানে নয়ত কালি ,নয়ত সস্তা জল
শিল্প মানে মহান কিছু ,ঊর্ধ্বগামীর দল।
সস্তা জলের মানসিকতা শিল্পে যদি আন,
শিল্পী থেকে এই তুমিটা, অনেক দূরে থাক!!