যদি নাইবা জাগে তোমার চোখে ভাষা
যদি মিথ্যে হয় খুঁশির আবেগ গাঁথা
যদি নাইবা হলো সত্যি , শুধুই মিথ্যে
খামচে মরুক কবিতারা অতৃপ্তে
যদি হঠাৎ ভয়ে কান্না নাগো আসে
প্রেম জড়ায়ে তোমার চায়ের কাপে
তোমার নীলে না হয় উঠুক ব্যথা
ভুল হয়ে যাক স্মৃতির কথকতা
তোমার চুলের লম্বা কালো রেশে
দিচ্ছি পাড়ি তোমায় ভালোবেসে
তোমার মুখে নরম ঠোঁটের খেয়া
পাপী প্রেমিক, তোমার পাপের ছোঁয়া
তোমার আঁচল তোমার নরম মায়া
ঝুমকো দুলের রিনিক ঝিনিক কথা
কানে কানে তোমার শিহরণে
রন্ধ্র শিরা উঠছে কেঁপে কেঁপে
তোমায় নিয়ে আঙুল দুটোর মাঝে
সবুজ পাতা তোমার কথা বলে!