অনুভূতি কেন ঠকালে?
অনুভূতি কেন গোপন সীমানায় দিলে ধিক্কার?
অনুভূতি তুমি কেন ঠকালে?
অনুভূতি কেন বানালে কবি?
কাব্য তুমি মুর্ছিত জ্বালা, তুমি বেঁচে থাকার সীমানা
কাব্য তুমি পরিচয় ব্যথা ,বিধ্বস্ত বালুকণা।
অভিমান গেয়েছি ,গেয়েছি কান্না ,গেয়েছি মনের কথা,
ঢোকের পর ঢোক গিলে গেছি, স্নায়ুতে ভীষণ ব্যথা।
ব্যথাগুলো সব ফুল হয়ে যায়, মরে গিয়ে হয় তৃপ্তি,
ব্যথাগুলো সব জল হয়ে যায়, পেয়ে যায় শুধু শান্তি।
সন্ধ্যোবেলা লাল রঙা চাঁদ ,উঠে গেছে কবে জানি,
দেখেছি চেয়ে ,মেঘ ঢাকা কোল ,বাতাস কেঁদেছে খালি।
নদীর স্রোতে নড়ছে পাতা, দেখছি শুধুই চেয়ে
ধরতে গিয়ে হারিয়ে গেল ,পাইনে শুধু পেয়ে,
ছায়ায় হাসায় ,ছায়ায় কাঁদায় ,ছায়ার মাঝেই সব
ইচ্ছছগুলো ছাইকালো হয় ,করবে না ধুকপুক।
সব হারানোর পথিক হয়েও, পথ হারালো কবি
একটা পথের মরীচিকায় ,বন্দী স্ক্রিনে আমি!