হে নিঃসঙ্গতা?
হে আহ্বান?
হে ভোরের বাতাস অবারিত বায়ু
মম বেদনা কলতান?
হে নিঃস্ব আহ্বান?
তব রচে যাই এ বেদনা বাহু
রচে যাই এ সংগীত,
তব রচে যাই এ পৃথ্বী ধরণী
মৃত্তিকা রংগীর।
শুধাও আমাকে কোথা থেকে এলে
এতদূর এপথে??
এসেছি আমি মাতৃশক্তি
জঠর বেদনাতে ।
এসেছি আমি ইবলিশ হতে
এসেছি হতে ডাইনী ,
এসেছি আমি পাপের হাতে
বদলাতে যত দম্ভী ।
আমি মিথ্যো আমি সত্য
আমি অনন্ত অব্যক্ত......
আমি লুকায়িত জানি নিশার আকাশে
লৌহবর্ম সিক্ত!!!