যেখানে থেকে রৌদ্র মেঘে করছে ঘোরাঘুরি ,
অল্প আলোয়, সবুজ ঘাসে জন্ম নিল ভারী
যেথায় হাসে সুয্যি মামা ,যেথায় চন্দ্রিমা
উথাল পাতাল সাদা আলোয়, নীলাভ পূর্ণিমা !
তোমার মাঝে ছোঁয়ানো আমি প্রেম কি কভু হয় ?
বাড়ন্ত চাল শূণ্য হলে ,পেটে কি মন রয়?
মনের আঁধার , মনের বিচার বাড়তে নাতো পারে
রাত দুপুরে রঙ শুকিয়ে মলিন হয়ে ঘোরে ।
রোজ দুপুরে শুকনো পাতা কেমন নাচে দেখ !
কোন বিকেলের কোন ঠিকানা কোথায় হারায় শেখ।
কোন সে পাতা ,কোন সে গোলা ,কোন সে প্রেমের ধাম
মোহের ঘোরে মোহিত জীবন ,আর কতকাল আর
অবাক হয়ে নীল আকাশে তাকিয়ে থেকে বলি
তোমার থেকে আলাদা হয়ে পূর্ণ হলেম আমি।