যেখানে সমুদ্র বসে আছে
         প্রতিচ্ছবির মতো ধুয়ে পরে রং,
বারবার ঝড়ে যাওয়া বৃষ্টির মতো
               বুড়িয়ে যাওয়া বেশ্যা আর নটীদের মতো ।


ধুয়ে যাওয়া মন,ক্ষয়ে যাওয়া সময়
                    জড় হয়ে যাওয়া জড়ায়ু,
ফুরোয় সময়,ফুরোয় আশা
                     নিঃশব্দে ভাঙে আয়ু !

বৃদ্ধ আমি ,বৃদ্ধ তুমি
      আকাশের পাড়ে চলি ,
ছুটছে সময়,মেঘবালিকা
          সূয্য  উদয় হবি?

সূয্যি সূয্যি করোনে ঠাকুর
             তেজের বড় ঝাঁজ,
তেল ফুরোলে, চাল ফুরোলো
              মরলে ভাবের রাজ ।

মরার ঘাটে কেবা কাহার
               কোন জড়ায়ু কার ?
দিনের শেষে যৌবন ঢলে
      দম ফুরোলেই ঠাস .......।।