এই ভাঙা দেয়ালের গুঁড়ো
আকাবাঁকা মন,
আমি ক্লান্ত অবসন্ন
অল্প অল্প ক্ষণ।

ধুপ ছাড়া হাওয়ায়,
ছড়ানো মায়ায় ,
আমি নিঃস্ব প্রসন্ন
হাশফাঁশ এক জন্ম ,
মৃত্যু যতন।


আমি গুঁড়ো হওয়া ঝড়
একাকী বিধুর,
বিরহ প্রাণে
চৈতন্য মধুর ।

আমি শব্দের কবিতা
আমি ছন্দের রঙ ,
আমি আজন্ম অমর
রাত জাগা ভোর ।


আমি লালিমার ব্যথা
ফুতকারি কথা,
আমি আর্তনাদের অনুরাধা
রঙ ছাড়া পাতা ।


জানি না কেন এই অবসন্নতা। পাওয়া না পাওয়ার হিসাব ভেবে কি?তা ভেবে কি হবে বল।মন তো শুকনো রঙের মতো,রংধনুর মতো।চাইলেই কি তাকে মেলানো যায়।মজার ব্যাপার কি জানো আমি যাই বলি তা ছন্দ মিলিয়ে কবিতা হয়ে যায়।কখনো হয় লাল,কখনো কালো,কখনো সাদা,কখনো রঙ ছাড়া হাওয়া।দিন শেষে কোন জিনিসটা ভালো লাগে জানো?এই যে মন থেকে লিখি।আবেগগুলোকে শব্দের পরতে পরতে গেঁথে মিশে যাই তোমাদের সাথে।সত্যি বলতে নামী দামী লেখক হতে ইচ্ছা করে না।কখনো ইচ্ছে হয় না আমাকে নিয়ে কখনো কোনোদিন লোকে মাতামাতি করুক।কেন জানো?এই যে সহজ সরল স্বাভাবিক জিব ন এর মূল্য খ্যাতি আর অর্থে হয় না ,পরিচিতিতেও হয় না।প্রকৃতির মাঝে ছোট শিশুর মতো খেলা করে কাটানো যে জীবন এর প্রাপ্তি হারাতে চাই না।তাই জনসমাগম আমার চরিত্রের বিরুদ্ধ ।তাতে তৃপ্তি আর সরল জীবনের বড়ই অভাব যে