তমালিকা শুনতে পাচ্ছ?
তমালিকা অশরীরী অশরীরী দেখতে পাচ্ছ?
মধুর বাতাস নীরব স্নেহ ঝলকানো বজ্র
তমালিকা শুনতে পাচ্ছ?
হৃদয় কাঁপে জাগরণ তব আমরণ তব ছন্দ
পিপাসা জাগে প্রেমা তব প্রকৃতি মহানন্দ,
আঁধারের মাঝে বজ্র বাজে হিমশৈল গ্রাসে কায়া
আমি শত আঘাতের ক্ষতে ক্ষতে তব রচে যাই আলো ছায়া ।
চিরঃদুখী সব একাকী অবন নড়ায়ে কালো চুল
বহুরূপী সব মানুষের মেল কলিতে কলিতে ভুল
তমালিকা তুমি ভুলের মাঝে অশরীরী হয়ে হয়ে ,
প্রদীনের শিখা নিবু নিবু করে চলে যাও চিঁড়ে চিঁড়ে ।
তমালিকা তুমি বুঝতে পারছ কি??
তমালিকা তুমি শুনতে পাচ্ছ কি??
তমালিকা তুমি আমাতে তোমাতে মোমে মোমে জ্বলে
স্বচ্ছ জলের আগুন হয়ে যাও যাও চলে চলে ।।
তমালিকা তুমি উন্মাদ হও তমালিকা হও কান্না
তমালিকা তুমি কৃষ্ণকলির ছড়ানো ভুলের পান্না ,
তমালিকা তুমি দৃষ্টি আমার তমালিকা তুমি জীবন
তমালিকা তুমি আহুতি যেন তমালিকা যেন মরণ ,
তমালিকা সেতো মরে যাওয়া পাখি ধূলার মাঝে পদ্ম
কাঠফাটা রোদে মরুর পাতা কালিতে কালিতে দৃপ্ত ।
লিখব যেনো পাইনে ভেবে কলমের কালি শেষ
বেচে থেকো তমালিকা তুমি নশ্বর ,অনিঃশেষ ..............................