কল্পনার আবেশে জুড়ে থাকা স্বপ্ন
খুইয়ে দেওয়া সব অস্তিত্বরা ,
চমকায়,দমকায়
নিঃস্তব্ধ কান্নায় !

লুকিয়ে কাঁদি এক ঘরের কোনে
দোরবদ্ধ আবদ্ধ দেয়ালের ভীড়ে ,
না শোনা শব্দদের ক্ষণে ক্ষণে
ক্ষয়ে যাওয়া মেয়াদের সম্মুখে ।

আপনের হাতে বিদ্ধ সিনা
আপনের হাতে পোড়া শরীর ,
দাঁড়িয়ে চেঁচিয়ে ডাকে বারে বারে‌,
শূণ্য দর্শকের ভীড়ে ।

জীবন্ত সমাধির পরক্ষে
আরো একবার জন্মে ,
হেসে বলে ঘাতক
কি জন্যে?