©Rafia Noor Purbita

অতীত ,
তোমায় কি ভুলব?
আঁকড়ে ধরে রাখব??
আগলে রেখে মোমের মতো আলোয় হৃদয় ভরব?
আবার আমি জ্বলব??

মনটা আমার কেমন করে, কোন ঠিকানায় যায়,
কোন পাহাড়ে কোন মাঠেতে ,খুঁজে তো না পায়।
এই সময়ে এই দেয়ালে ,চুপটি করে রয়,
এদিক খুঁজে,ওদিক খুঁজে , কিচ্ছু তো না হয় ।

তোমার সাথে থাকব নাকি? নাকি দূরে যাব?
হাতটা ধরে আবার আমি জাপটে পাশে রব??
আমি কি সেই ভুলের মাঝি ,নদীর স্রোতে দৌড়
বৈঠা আমার ঠুনকো বড়, মেঘ ডাকে গুঁড়গুড়

আমি নাকি সহজ সরল ,ভুল বোঝালে তাই ?
মিথ্যে বলে ফুল বাঁচাতে মালী দূরে যায় !

আমি তো সেই অযোগ্য ফুল,তোমায় চেনে না
বজ্র দেখে হাতটা ধরে, পাশে থাকে না
শিমুল ফুলের গল্পে গোলাপ
অপরাধী তাই
গুমড়ে মরে,রাত দুপুরে,
অক্ষম কবিতায় !

উৎসর্গ: শিমুল ফুল