কিছু শব্দের কথাচ্ছলে
        জানা না জানার মঞ্চে,
ভাষাহীন নীরবতার শব্দে
          সত্যি মিথ্যের প্রপঞ্চে !

যেখানে পৃথিবী, হৈচৈ,কত রীতি
           যেখানে আওয়াজ কঠোর কৃতি,
                     যেখানে ভাষা অপ্রীতি ।

যেখানে লোকে করে কলরব
              যেখানে সময় সরু,
সেই মধ্যে আমার জগৎ
             কতনা বিশাল তরু ।

লোকে বলে হেসে
       কে তুমি বোবা, অথৈ আঁধার
জ্বলে যাও আলো সেজে !


বিপণি কাননে কত না কাপড়
           ভাবুক বাগানে মন,
ছোট্ট মনের এই দিশাতে
                কেবা আপন পর ?


আমার মনের কোন ঠিকানায়
         কোন ভাবেতে কোন দিশা তায় ,
কোন সে স্বভাব কেমন করে
            জট পাকিয়ে উঠছে কেঁপে !


আমার মনের শূন্য খাতায়
       হতো যদি কারোর কথায় ,
                পদ্য গানের সজীবতায়
                       উঠব আমি জেগে ,
                               খিলখিলিয়ে হেসে !


পুতুল পুতুল আমার ঘরে
             চারটি পুতুল আছে ,
বাকি আমার বইয়ের তাকে
                  আলোর দানি নাচে !


এই পৃথিবী লোকে ভরা
            কত লোকের রঙ ,
আমায় রাঙায় এমন সে রঙ
                 লাখে একজন !