আমি যে কল্পনার প্রতিচ্ছবি,
বস্তুবস্তুগত শব্দের আলিঙ্গনে ,
হারানো ব্যথার অনীল বিরহ বসনে ,
নীল রঞ্জিত নীলাভ আভূষণে ।
আমি সেই প্রকৃতির জরায়ুতে,
মিশে আছি অকৃত্রিম সভ্যতা,
পাহাড়ি নদীর উষ্ণ পাথরের উদ্দাম ব্যাকুলতা,
তপ্ত জলের মোহময় অস্পষ্টতা ,
নাকি এ স্পষ্ট কথকতা?
আমার উপন্যাসের কাকলিকথা
নিবারণ বারণের সম্ভাবনা ?
আজন্ম নিঃস্তব্ধ প্রতিছায়া ,
হে জঠর কোলের গয়া ,
আবেগী ঘাসের মায়া ,
দিও ছায়া
বিকেলের সোঁদা শ্বাসে !