© Rafia Noor Purbita

রক্তাক্ত সময়ের পাড়ে
          জানা‌ না জানার অপলকে ,
রিমঝিম নির্ঘুম চোখের পাতা !

এ কোন প্রহেলিকা
         বিদীর্ণ খরার মতো ,
বিস্তৃর্ণ আকাশে বিহঙ্গের উড়তে শঙ্কার মতো,
আলো আঁধারীর মাঝে নিঝুম নিষ্পলক সন্ধ্যার মতো ,
অপ্রকাশিত কথায় অবচেতন আকাঙ্ক্ষার মতো ।

আমি জানি,আমি বুঝি ,জানি জানো তুমিও
নিরূপায় , নিরুত্তাপ,বরফ জমা আমিও।
কাছের তুমি, কাছের আমি , মিথ্যে নয়তো তা
বিধাতার বেড়ি,বড় ‌ একাকী,ভাঙা তাতো  যায় না !

অসুখ তোমায় অসুখ আমায় সেই যে আঁকড়ে ধরে
বছর দুয়েক খুইয়ে আজোও এক তটিনীর ধারে !

বারবার আমি তোমাতে ডুবি, বারবার ডোবে নৌকৌ
এক সাঁকো তার ভেঙে ছারখার,পথ হারানো তাই তো?

হারানো পথে ছুটে যাও তুমি, হারানো পথে আমি
গোলক ধাঁধায় আটকা পাখি, বারেবারে ফিরে আসি ।

তুমি কি প্রিয় হারানো সময় ? তুমি কি ঝড়ো হাওয়া ??
তোমার চোখে আবেগ ভরা , জানি তা অশ্রুধারা !

আবেগী আমি ঠুনকো বড় ,খোলসে তুমি জল
সব জেনে বুঝে,এ কোন কাগজে
উদ্ভট লেখা বল ?

Note:  ঠোঁটে না বলা  অব্যক্ত মন শব্দ হয়ে পদ্যে কথা বলে, । কলমের কালি থেকে কারো চোখে পাঠের অপেক্ষায় থাকে সে ভাব  যা তাকে কখনো প্রকাশ করতে পারিনি 🥀

উৎসর্গ: মহীউদ্দীন শিমুল