তোমার পশমে ঘুমিয়ে স্মৃতি
তোমার আবেশে লজ্জা ,
টিপটিপ বুক ধিকধিক ধুপ
কাছাকাছি খোলা দরজা ।
তোমার ঠোঁটের চিলতে পরতে
পরশে পরশে নোনতা ,
গভীরে গভীরে ভাঁজের আড়ালে
চেখে দেখি চেনা স্বাদটা !
ভারী হয় রাত ,ভারি হয় দিন
ভারী কেন আজ চাঁদটা ?
তাঁরাগুলো আজ রঙিন রঙিন ,
আহা আহা সেকি লজ্জা !
ঘুমদুপুরে কাছাকাছি এসে
কি মায়ায় সে জড়াও ,
অদ্ভূত আমি চমকে ডাকি
শুনতে তুমি পাও?
তুমি কি হবে পদ্মশিশির ,
ভোরের রাঙারোদ ?
বৃষ্টির পরে রঙধনু তুমি ,
কুয়াশামাখা ভোর !
তুমি কি হবে দিকদিগন্ত ?
তুমি কি রাতের শিহরণ ,
তুমি কি গোলাপ কণ্টক শুধু ,
না হয় হোক জাগরণ !
জেগে উঠি আমি,জেগে ওঠো তুমি
জেগে উঠে স্নায়ু শিরা ,
কেঁপে কেঁপে উঠা লোমকূপে শুনি
তোমার ছোঁয়া আঁকা !
উৎসর্গ: মহীউদ্দীন শিমুল