যদি কর মিষ্টি এই ভুল,
যদি করো পাগলামি খু্ব
যদি বল ভালোবাসি আবারও ,
চোখে চোখে কথা হয় কত ,
ডুবে থাকা কল্পনায় ,
শঙ্কায় ,দমকায় , মায়ায় ,বাড়ায়
জড়িয়ে তোমায় আমায় !
হাতে হাতে রাখি বহুদূর ,
পথ যাব দুজন ,
ভালোবাসি বলে দাও আবারও ,
হেঁটে যাই আনমন !
সকালের চা হবো ,
বিকেলের বাতাস ,
মেঘ ছাড়া রোদ হবো ,
হলদে জোছনায় ।
স্বপের রঙ হবো ,
পরী হবো ফুলে ,
অকারণ প্রেম হবো ,
জোনাকির রঙে ।
আদুরে ডাক হবো ,
ম্যাও ম্যাও করে ,
ভালোবাসি আবারও ,
পুনর্জন্মের টানে !!!