ভুলেছি কবিতা,গড়েছি কবিতা,হয়েছি অগ্নিদগ্ধ
সময়ে সময়ে হয়েছি নারী,সময়ে ছুরিবিদ্ধ
আপন ভেবে প্রেমিকের হাতে চিতায় উঠেছি কত,
কতবার মন ভেঙেছে জানো, কতবার কাঁদে শব্দ
আকুতি আমি ,মিনতি আমি ,সর্বংসহা সত্য,
শতবার মরে গর্জে ওঠা ,রূপকথা, কোনো গল্প !
হৃদয় কেঁদেছে,হাড্ডি কেঁদেছে, কেঁদেছে রক্ত মাংস,
মগজ গলেছে ,আত্মা পঁচেছে , গোলাপ কালো নগ্ন ,
প্রাণের তারণে প্রেমিক ছেড়েছি ,বাঁচার তারণে মত্ত ,
শতবার মরে অমৃত সোনা , অদ্ভূত , অদৃষ্ট !
কে তুমি বল ? জীবন দেখেছ? দেখেছ মৃত্যু সামনে ,
মৃত্যুর কোলে শান্তি পেয়েছি , বেঁচেছি অনাকাঙ্খে ,
হয়েছি মতি,হয়েছি রূপো,হয়েছি কাঁদাজল
গঙ্গা হয়েছি,গৌরী হয়েছি , হয়েছি অতল তল!
বাঁশির সুরে মত্ত মানুষ, মনসুরে অনুরত
তারণে তারণে বেঁধে যায় মন, তারণায় অবিরত ,
দগ্ধ থেকে জন্মে বুদ্ধ , সংশয় থেকে সত্য ,
বোধের হাতে মূর্খ জগত,বোঝেনি খাঁচাবদ্ধ!