যখন বাতাসে খুব করে ভাব জাগে
শীতলতা অনূভুতি ছোঁয়
কোল্ড ড্রিংকস ঢুকে পরে স্নায়ু রন্ধ্রে
অনুভূতি তোমার অভিযানে
একাকী বিরহ বোঝ কি বোঝনা
দোদুল্য এ মন
শিল্পে সিঁথিতে শব্দ তোমার
কারণ অকারণ
ভালোবাসি প্রিয় ভালোবাসি
চিনি গো বিদেশিনী
অনুভূতি প্রিয় অনুভূতি
দূরত্বে নেই ভীতি
আমি তোমায় মরিতে চাহি
তোমাতে আমার ঠাঁই
শতবার দূরে যাই
তুমি বিনা আমি নাই
........................