আসক্তিতে থাকি আমি
আসক্তিতে বাঁচি
প্রতিদিনের নিত্যক্রিয়ায়
প্রকৃতিতে বাঁচি
হরমোনের অতিক্রিয়ায়
মায়া মনে জাগে
মায়ার চোটে বিড়ালছানায়
হাত বোলানো হবে
হাত বোলালে শিশুর গায়ে
আদর আদর হবে
নীলবিকেলে কাউকে দেখে
মনটা প্রেমিক হবে
বৃদ্ধকালে শুকোবে শরীর
মনটা হবে ছাই
বলব আমি কেবা কার
সত্য শূণ্যতাই
বিশ্বজগৎ প্রকৃতিরই
একটা নিয়ম খেলা
চশমা ছাড়া চাইয়া দেখ
মিথ্যা হবে বেলা