প্রিয় স্ত্রী,
তোমার সাথে আমার একটাই সম্বন্ধ
সম্ভোগ,
রাতের কালসিটে লালিমায়
পাথরের বুকে জলের ছায়ায় ,
বিরহ ব্যথায় ,
অতৃপ্ত নীরবতায় ।
স্ত্রী ,
তুমি উদ্দীপ্ত সূর্যের মতো ,
মুদিত নয়নে জলের মতো ,
রিনিক ঝিনিক শব্দে তানপুরার মতো ,
পূজারত অপ্সরার মতো ......।
মনের দুয়ারে হেরে যাওয়া একা ,
কাঁদতে ,কাঁদতে , উড়ে বেড়ানো
দুঃখিনী কোনো পাখির মতো ।
জানো স্ত্রী,
আমি ভালোবাসতে শিখিনি ,
তোমার মতো উজাড় করে সঁপে দিতে পারিনি ,
প্রেমিকারা স্ত্রী হয় না ,
স্ত্রীরা প্রেমিকা হয় না!