তোমার আভাস পেয়ে
কিছুটা পাতার ফাঁকে
কিছু রসনা
কল্পনা খেয়াঘাটে।
চিরে গিয়ে বুক ভেতরে ঢুকি
শুষে নিয়ে যত আবেগ,
ভালোবাসা মায়া মমতা স্নেহ
কেড়ে নিয়ে নিঃশেষ।
আপন অস্তিত্বে যত যত পরিচয়
খাঁ খাঁ মহাবিশ্বে হয়েছে নিঃশ্চয়,
ধুলোয় দেব গুঁড়িয়ে দেব
শুষব অবশ্যই।
সাবধান হয়ো পথের পথিক
বিরল আত্মপরিচয়!