আচ্ছা সম্পর্ক
  তুমি কি অদ্ভুত স্বার্থান্বেষী ,
ছিদ্রে ছিদ্রে স্বার্থ বিলাসী
রন্ধ্রে রন্ধ্রে শর্তগামী ।
  
  এ প্রেম? কি জানি !

হে‌ মধুময় মোহ , আকর্ষণের প্রলাপ
       সত্য মিথ্যের মাঝে কুহেলিকার পরবাস ,
মেকাপের ভিড়ে মুখোশের আনাগোনায় ,
আমার সাথে মানুষের বিদ্বেষ সীমায় ।

তুমি খোঁজ স্বার্থ জনতা,আমি‌ খুঁজি মুক্তি
তোমার প্রেম নাক ,কান ,গলা‌, আমি খুঁজি দামী সত্যি ,
ধর্মগ্রন্থে জগৎ দেখো ,আমি দেখি আত্মায়
লেখনী আমার জটিল-সহজ,মনন পরমাত্মায় ।
তোমাদের মাঝে বিকশিত আমি , তোমাদের মতো নই
শেষের শুরু,শুরুর শেষে ,পৃথক হয়ে রই ।

পয়সা দিয়ে কেনা যায় নারী , শরীর দিয়ে পুরুষ
এ কোন মঞ্চ,এ কোন সভ্য ,বিবেক বুদ্ধি বস্ত্র

পৃথিবীর বুকে উদ্দেশ্যে ভরে যায় সংসার
       না হয় হলুম একলা দূরে , উজ্জ্বল প্রতিবাদ

© RAFIA NOOR PURBITA

একটা ছোট্ট প্রতিবাদ সেইসব মানুষদের জন্য যারা  মানুষকে বলেন conditional সম্পর্ক , conditional world and conditional love জিনিসগুলোর মধ্যে নিজেকে involved করার জন্য। মুখে বলার ক্ষমতা আমার কম কিন্তু লেখা আর ছন্দে ভাবনা ব্যক্ত করার সক্ষমতা আছে । যা সত্য নয় ,যা স্বার্থের উদ্দেশ্যে পরিপূর্ণ তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পৃথিবীর মঞ্চে সামাজিক আর সাংসারিক অসুস্থ কোনো প্রতিযোগিতার অংশ হবে না রাধিকা। যা নেতিবাচক, যা inner soul কে পূর্ণত্ব দেয় না ,শ্বাশত শান্তিতে অস্থিতিশীলতা এনে দেয় এমন কোনো সত্তা , সম্বন্ধ , মানসিকতা, ব্যক্তি কিংবা ব্যবস্থার সাথে ক্রিয়া , প্রতিক্রিয়ার সাথে বিরত থাকার চেষ্টা করবে পরমসত্তা ।কারণ এ আত্মার স্বভাব । আত্মার এ  চির আনন্দিত ,চির পবিত্র আর চির শান্তিতে থাকার স্বভাবই আধ্যাত্মিকতা।