কাগজের কবিতারা
কত শত তার মায়া মধুর ,শব্দ গুচ্ছ গড়া।

হে দিবাকর প্রভা,
দিনরাত তার কত না উষা ,কত না প্রদীপ শিখা !

আমাতে আমি নিজেরে পূঁজি ,নিজেরে দেই অর্ঘ্য
আমার মাঝে আমিই দেবতা ,আমিই অসুর শুম্ভ,
আমার মাঝে কংস আমি ,আমিই আবার কৃষ্ণা
আমার মাঝে বিশ্ব খেলে ,মহীয়ান পূর্ণিমা  ।

আমিই শক্তি ,আমিই দিব্য ,আমাতে কালো আঁধার
হৃদয়হীন পাহাড় গড়া , কোমল পদ্ম দূর্বার ।

অন্য আমি ,আদি আমি ,আমাতেই আরম্ভ,
আমার মাঝে লুকোনো শূণ্য , দিশাহীন অনন্ত ।

শক্তিপূর্ণ বিশ্ব লোকে মহীয়ান আমি,
       কখনো আলো ,কখনো আঁধার
                        আদিকোষ তা তো জানি !