আমাদের গল্প
অল্পসল্প,
মনে করা
অসাড় স্মৃতি ।

সুরগুলো সব মলিন হলো মলিন মালায়
রঙগুলো সব শূণ্য পাতা ,শূন্য খাতায়
জান্নাতের পথ তুমি,কেন দেখনি
অপেক্ষায় ঝড়া ,বসন্তের পাতায়
শূণ্যতায় , শুধু মলিনতায়........