নিঝুম রাত , টুপটুপ গুড়্গুড়
প্রচণ্ড অন্ধকারে আচ্ছন্ন
অব্যর্থ ভয়ের স্তব্ধতা
তীব্র নিনাদ প্রতিধ্বনি ।।


ফেরারী শুনতে পাচ্ছ ঐ?

কাগজের পাশে কিছু কাঠ পোড়ানো কয়লা
জলন্ত মোমে ছন্দহীন ভার্চুয়াল কবিতা
নিভে যাওয়া আঁধারে বজ্রের হাহাকার ।

ফেরারী দেখতে পাচ্ছ নামাজে অবসন্ন বৃদ্ধ
অসুস্থ শিয়রে শুয়ে মুমূর্ষু
আশা নেই ,চোখে ভাষা নেই
তীব্র যন্ত্রণার ছাপ , চেতনাহীন মগজ

ফেরারী
দেখছ এক কুয়োয় দাঁড়ানো শিশু ?
তার চোখে আবেগ নেই
তার চোখে হৃদয়ের লেশ নেই
তার চোখে প্রকৃতির প্রাণ নেই
তার চোখে অনুভূতির সুখ নেই ।


ফেরারী শুনতে পাচ্ছ কী?
ইলেকট্রিক সার্কিটের গুড়্গুড় আওয়াজ
যারা জট পাকিয়ে জটিলতায় আসে
জটিল থেকে জটিলতর হয়ে হয়ে
তারা অসীম , তারা অসংখ্য , তারা অবাক
নতুন নতুন ভার্সন
কেড়ে নেওয়া মগজ মন ।।

প্রকৃতি ছিন্ন কোটি কোটি শিশু
আবেগহীন , হৃদয়হীন , ভার্চুয়াল শিশু
ইলেক্ট্রিক তারের কষাঘাত ,কাতরানো আবেগের শিশু ।।

ফেরারী
আবেগের আঘাত শুনতে পাচ্ছ কী?
রোগ আসছে রোগ
আঁধার আসছে আঁধার..................??