#writerrafianoorpurbita
©Rafia Noor Purbita

কিছু সবুজ বৃত্ত অভ্যাসে কোণ ,করে করে ঘোরে
কিছু বার্ধক্য ,একাকী সভ্যতা, হাড়ভাঙা কথা বলে
কিছু স্বপ্ন, আশা ভাষা, লাঞ্ছনা, দোলনায় কেন দোলে
দোলনায় দোল করে ঘুমিয়ে পড়ে বুড়ি, হিসেব নাত মেলে
কিছু সবুজ বৃত্ত অভ্যাসে কেন শুধু  ,কোণ কোণ করে ঘোরে