আমি তোমার
প্রেমের প্রণয়িণী ......
আমি তোমার
অস্তিত্ব থেকে উঠে আসা অংশ ...।।
আমি তোমার,
স্নায়ু ,নিঃশ্বাস ,অনুভূতির স্পর্শ করা শ্বাস......
আমি তোমার,
ঘুম জড়তা মনের শান্ত ব্যাপ্তি ......।।
আমি তোমার,
হৃত্পিণ্ডের অংশ থেকে জন্মানো গভীরতা......
আমি তোমার,
সৃষ্টির অনাদিকালের অপূর্ণতা ...।।
আমি তোমার,
চোখের ভাব ,ঠোঁটের ভয়, স্নায়ুর উত্তেজনা......
আমি তোমার,
শক্তি ,বেদনা ,রঙিন মরুভূমি......।।
আমি তোমার,
রক্তস্রোতে জড়ানো এক দুর্ভেদ্য অংশ......
আমি তোমার,
অপূর্ণতার সত্তা ...।।
মুছে দেখাও শরীর, মন, আত্মা
তোমার সৃষ্টির অবিচ্ছেদ্য সত্য
প্রেমিকা ........................................................................!!