শব্দ থেকে গল্প
। আলো থেকে আঁধার ,
গড়া ভাঙা শব্দে
। । ভাঙা টুকরো কষ্টে ।
আবেগী আলোকে
আশাছাড়া হয়ে ,
বুনোপাখি একি ?
ভাঙা ডানা গড়ে ?
একি কোনো শব্দ
আদি থেকে অদ্য,
কাঁদানো ভাষায়
মন ছাড়া ভাষায় ।
গেয়ে সুর কতদূর
ঘরছাড়া পাখি ?