আচ্ছা সকাল কাঁদছ কেন
            মেঘের ডাকে নাচছ কেন?
রাত পোহালে আঁধার গেলে
                সুয্যি মামা আসল নাক !

সুয্যি মামা রাগ করেছে
            আমায় ভীষণ গাল দিয়েছে,
কেন আমি বোকার মতো
                   রঙ না খেলি রোদের যত !

ঘরের দোরে ঝিলের ধারে
             শ্যাওলা জলে কাঁদার রঙে ,
  গন্ধ নিতে ইচ্ছে করে
                     বৃষ্টিভেজে ঠাণ্ডা জলে ।

কি যে শীতল তাই না জানো
               মায়ের মতো আদর করো ,
মুক্ত পাখির কথার ধাঁচে ,
             তাক ধুমাধুম পেখম নাচে ।

এই যে আমি নদী নালা
          সব পেরোনো মুক্ত প্রথা ,
নাম দিয়েছি কবিতাওয়ালা
                 কিচির  মিচির পাখির কথা ।

রোদ্দুরের গান শোনাবো
         রোজ বিকেলের প্রেম শোনাবো ,
হাওয়ার সাথে চিঠির কথায়
                 লাল গোলাপের লাজুকতায় ।


এই তো ভীষণ যাচ্ছে কেটে
                   নিত্যদিনের সকাল সাঁঝে  ,
মনের মতো মনটি গড়ে
                        ভালোবাসার দোলনাটিতে ।