স্রষ্ঠা তোমায় করছি ঘৃণা
ঘৃণায় ঘৃণায় ব্যথা
ব্যথায় পোড়ে মনের আলো
পোড়ে বিবেক পোড়া

ব্যথায় পোড়ে বিশ্বাস যত
পুড়ছে কত কবি
পুড়ছে কত সরল হৃদয়
হয় নাস্তিক অবিশ্বাসী

ঘৃণায় কাঁদায় ঘৃণায় হাঁসায়
মনে করায় স্মৃতি
ঘৃণার ভাষায় ভালোবাসায়
স্মৃতি বিস্মৃতি

ওরে আবেগ আবেগ পোড়া
কালো রঙের ছাই
কেমন করে নাও গো তুমি
পড়ের কোলে ঠাঁই

টাকা দেখে শরীর বিকায়
পরের কাছে নারী
রূপের মোহে পুরুষ বোঝায়
ভালোবাসা গ্লানি

পরের ঘরে পরকীয়া
করবে যদি তুমি
নাও না খুঁজে লোক ঠকানো
সস্তা মানুষগুলি


পরের পাপে জীবন থেকে বিশ্বাস যদি যায়
ঘৃণিত হোক সব বিধাতা, মন শুকোলো হায়