দুঃখ বিলাসী সুঃখ বিলাসী
কান্না হাসির ব্যথা ,
শীত সকালে ভোর দুপুরে
রোদ পোহানোর কথা ।

আমি ঘর ছেড়েছি, দোর ছেড়েছি
ছেড়েছি সীমান্ত ,
সূর্যে মেঘে অস্ত বেয়ে ,
ঘুরেছি দিগন্ত ।


আমি থাকব না আর ,থাকব না আর
একটা মাটির পারে ,
আমি মিলিয়ে গেছি সকাবেলার
স্নিগ্ধ শিশির জলে ।



আমি হাওয়ায় মিলাই অক্সিজেনে
ঘুরে বেড়াই বনে,
আমি শান্তি ছড়াই দিক বিদিকে
ছন্ন ছাড়া মনে!